মায়ানমার বা বার্মা নিয়ে কিছু কথা।

টমিয়ানমার বা মায়ানমার (বর্মী: မြန်မာ মিয়ামা, আ-ধ্ব-ব: [mjəmà]); প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা (বর্মী: ဗမာ বামা, আ-ধ্ব-ব: [bəmà]); প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র (বর্মী: ပြည်ထောင်စု သမ္မတ မြန်မာ နိုင်ငံတော် [pjìdàʊɴzṵ θàɴməda̰ mjəmà nàɪɴŋàɴdɔ̀] পিডাওঁযু থাঁমাডা মিয়ামা নাইঁঙাঁড)। মায়ানমারের রাজধানী নেপিডো (နေပြည်တော် [nèpjìdɔ̀] নেপিড)। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।


মিয়ানমার প্রজাতন্ত্র

ပြည်ထောင်စု သမ္မတ မြန်မာနိုင်ငံတော်


সঙ্গীত: 

Kaba Ma Kyei

Till the End of the World

রাজধানী

নেপিডো নে-প্যি-ড১

বৃহত্তর শহর

ইয়াঙ্গুন

সরকারি ভাষা

বর্মী

সরকার

গণতান্ত্রিক সরকার

• রাষ্ট্রপতি

থেইন কিয়াও

• উপরাষ্ট্রপতি

সাই মাউক খাম

প্রতিষ্ঠা

• পাগান সম্রাজ্য

৮৪৯ - ১২৮৭

• তৌঙ্গু রাজবংশ

১৪৮৬ - ১৭৫২

• কোনবাউং রাজবংশ

১৭৫৩ - ১৮৮৫

• যুক্তরাজ্য থেকে স্বাধীনতা

১৯৪৮ জানুয়ারি ৪

আয়তন

• মোট

৬,৭৬,৫৭৮ বর্গকিলোমিটার (২,৬১,২২৮ বর্গমাইল) (৪০তম)

• পানি (%)

৩.০৬

জনসংখ্যা

• জুলাই ২০১৫ আনুমানিক

৬০,০৭৭,৬৮৯ (২৪তম)

• ১৯৮৩ আদমশুমারি

৩৩,২৩৪,০০০

জিডিপি (পিপিপি)

২০০৫ আনুমানিক

• মোট

$৯৩.৭৭ বিলিয়ন (৫৯তম)

• মাথাপিছু

$১,৬৯১ (১৫০তম)

এইচডিআই (২০১৪)

 ০.৫৩৬[১]

নিম্ন · 148th

মুদ্রা

ক্যত ([[আইএসও ৪২১৭|MMK]])

সময় অঞ্চল

ইউটিসি+৬:৩০ (মিয়ানমারের মান সময়)

কলিং কোড

+৯৫

ইন্টারনেট টিএলডি

.mm

বিশ্বে অনেক দেশ ইয়াঙ্গুনকে রাজধানী মনে করে।

সংস্কৃত ভাষায় এই দেশটি ब्रह्मदेश (ব্রহ্মদেশ) নামে পরিচিত।চৈনিক ভাষায় (মান্দারিন) এর নাম মিআন বা মিআনদিআন। আসামে একে মান দেশ বলে।




           তত্থ সূত্র ::WIKIPEDIA    ::   ::: :::::: 

THE     :::    GREAT :::::      ;::::::::::CREATIONS ::::::

Comments

Post a Comment